যারা জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd সম্পর্কে নানান ধরনের তথ্য গুগলে সার্চ করেন। তারা এই পেইজে জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল প্রকার তথ্য পেয়ে যাবেন। আপনারা অতি সহজেই কিভাবে জন্ম নিবন্ধন যাচাই অনলাইনের মাধ্যমে করবেন সেই বিষয়ে পূর্বেই আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করা হয়েছে। আশা করি সেই পোস্টগুলো পড়লে জন্ম নিবন্ধন সম্পর্কিত আপনাদের যত জটিল সমস্যা গুলো রয়েছে সেগুলো সমাধান হবে। Table of Contents Toggle জন্ম নিবন্ধন যাচাই yyyy mm ddজন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োজনীয়তাসর্বশেষ কথা জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd প্রথমেই everify.bris.gov.bd সাইটটিতে ভিজিট করতে হবে। এই ফরমেটে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার ও তারিখ লিখুন। প্রথমে আপনার জন্ম সাল এর পরে আপনার জন্ম মাস সর্বশেষ আপনার জন্ম তারিখ yyyy mm dd। সবশেষে সার্চ লেখা বাটনটিতে ক্লিক করলেই আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য পাওয়া যাবে। অধিকাংশ মানুষই এখানে জন্ম নিবন্ধন দিয়ে টাইপ করতে ভুল করে। yyyy mm dd এই ফর্মেটটির মানে হল, প্রথমে আপনার চার সংখ্যার জন্ম সাল , এর পরে আপনার দুই সংখ্যার জন্ম মাস , সর্বশেষ আপনার দুই সংখ্যার জন্মদিন বা তারিখ বুঝানো হয়েছে। এই নিয়মটি শুধুমাত্র জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করিবার জন্য প্রয়োজন হয়। আপনি যদি সঠিকভাবে Date Of Birth টাইপ করেন তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য পাওয়া যাবে। জন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োজনীয়তা বর্তমানে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে জন্ম নিবন্ধনের আবশ্যকতা দেখা যাচ্ছে। আর এই জন্ম নিবন্ধন সঠিক কিনা তা জানার জন্য অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই করা হয়ে থাকে। এছাড়াও নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়ে থাকে তখন এটি ডিজিটাল হয়েছে কিনা তা জানার জন্য অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা হয়। এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন করার পরে সেটি সঠিকভাবে করা হয়েছে কিনা তা যাচাই করার জন্যও এর প্রয়োজন পড়ে। আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জানার জন্য উপরের লিঙ্কগুলোতে প্রবেশ করুন ওই লিংকগুলোতে ভিজিট করলেই আপনার অজানা সকল তথ্যগুলো আপনি জানতে পারবেন এবং যাচাই করতে পারবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ধন্যবাদ। সর্বশেষ কথা জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল প্রকার অজানা তথ্য জানার জন্য আপনারা questionhack.com সাইটটিতে ভিজিট করুন আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। Post navigation জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন আবেদন কিভাবে করব