সম্মানিত পাঠক বৃন্দ আসসালামুয়ালাইকুম আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদের দেখাবো ভোটার আইডি কার্ড চেক করার সঠিক এবং সহজ প্রক্রিয়া। এবং আমি আগে থেকেই বলে রাখি আজকে আমি কোন থার্ড পার্টি অ্যাপস অথবা ওয়েবসাইট ব্যবহার না করে একদম সরকারি ওয়েবসাইট থেকে আপনাদের nid card check করে দেখাবো।সম্পূর্ণ তথ্যটি পেতে নজর রাখুন আমার এই আর্টিকেলে এবং অবশ্যই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

nid card check/nid card check bangladesh

ধাপ ১। nid card check বাংলাদেশ;

শুরুতেই আপনি আপনার স্মার্টফোন অথবা পিসি,ল্যাপটপ থেকে যেকোনো একটু ব্রাউজার ওপেন করবেন যেমন chrom, mozilla firefox,ইত্যাদি।এই সকল ব্রাউজারের সাথে আমরা অবশ্যই সকলে পরিচিত তাই এগুলোর বিস্তারিত আর বললাম না।

ধাপ ২। আইডি কার্ড চেক ওয়েবসাইটে প্রবেশের নিয়ম বিস্তারিত;

পূর্বে কথিত ব্রাউজারে প্রবেশ করার পরে সেখানকার সার্চ বারে আপনারা লিখবেন land.gov.bd এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবেভোটার আইডি কার্ড চেক এটা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এই পেজটি আসার পরে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেনnid card check ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।

ধাপ ৩। ফোন নম্বর এবং এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক;

ভূমি উন্নয়ন কর নামে অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে।nid card check বাংলাদেশএর পরে আপনারা নিচের দিকে যাবেন যাওয়ার পরে ঠিক এরকম কতগুলো অপশন দেখতে পারবেন।ভোটার আইডি কার্ড চেক সেখান থেকে আপনি অনলাইন ভূমি উন্নয়ন কর অপশনটিতে ক্লিক করবেন।

ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার চাইবে। আপনি যে জাতীয় পরিচয় পত্রের যাচাই করতে চান তার নম্বর দিতে হবে। সেগুলো সঠিকভাবে পূরণ করুন।ভোটার আইডি কার্ড চেক

ধাপ ৪। জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক;

এখানে আপনার জন্মদিন জন্ম মাস এবং জন্ম সাল দিয়ে এই অপশনটি পূরণ করুন মনে রাখবেন অবশ্যই আপনাকে এখানে সঠিক তথ্য গুলো প্রদান করতে হবে নইলে আপনার প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনি পাবেন না।nid card check বাংলাদেশ

ধাপ ৫। ভোটার আইডি কার্ড চেক 2023

জন্ম মাস, দিন এবং সাল দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ লেখা বাটনটিতে ক্লিক করুন। করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো যেমন নাম,পিতার নাম, মাতার নাম জন্মতারিখ ছবিসহ আপনার সকল তথ্য একটি পেইজে চলে

আসবে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার আইডি কার্ড আসল নাকি নকল। ভোটার আইডি কার্ড চেকসর্বশেষ কথা

আশা করি আমার এই সংক্ষিপ্ত আর্টিকেল আপনাদের সমস্যার সমাধান করতে সহায়তা করবে ইনশাল্লাহ।

এনআইডি কার্ড সংক্রান্ত আরো কোন তথ্য জানতে চাইলে ভিজিট করুন QuestionHack.Com ওয়েবসাইটে।

Avatar photo

By RAFIT SARIF

আমি একজন ফ্রিল্যান্সার, ব্লগার ও গুগল/ইউটিউব এসইও বিশেষজ্ঞ। এই ওয়েবসাইটে ই-সার্ভিস ও সমাধান করার চেষ্টা করেছি! আমি কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট অপটিমাইজেশানে দক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *