জন্ম নিবন্ধন যাচাই করার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ এটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৮ বছরের পূর্বে একজন মানুষের আইডি কার্ড করা সম্ভব হয় না তখন এই সনদ তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে।একটি শিশু জন্মগ্রহণের ৪০ দিনের মধ্যে তার জন্ম সনদ তৈরি করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাধ্যতামূলক। শুধু শিশুদের জন্য নয় দেশের সকল নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক। ১৮ বছর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার জন্য নিবন্ধন এর প্রয়োজন পড়ে এবং বিবাহের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক সুতরাং আমরা বলতে পারি আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে সরকারি বেসরকারি যে কোন খাতে এর গুরুত্ব এবং ভূমিকা রয়েছে। এই সনদটিতে একজন মানুষের নাম বাবার নাম মায়ের নাম স্থায়ী ঠিকানা নিবন্ধনকারীর জন্ম তার জাতীয়তা সকল পরিচয় তুলে ধরা হয়। ১৮ বছর হওয়ার পরে যখন একজন মানুষ তার আইডি কার্ড করার জন্য যায় তখনও তার এই সনদ প্রয়োজন পড়ে। Table of Contents Toggle জন্ম নিবন্ধন চেকজন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করার নিয়মধাপ ১ জন্ম নিবন্ধন সনদ জাচাই করা ওয়েবসাইটটিতে ভিজিট করুনধাপ ২ জন্ম নিবন্ধন নাম্বারটি দিনধাপ 3 জন্ম তারিখ দিনধাপ ৪ ক্যাপচার পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুনধাপ 5 ফলাফলধাপ 6 Record not foundজন্ম নিবন্ধন যাচাই 19860915428117351জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাইজন্ম নিবন্ধন যাচাই কপিজন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Appsকি কারনে নিবন্ধন সনদ যাচাই করা প্রয়োজন? জন্ম নিবন্ধন চেক বর্তমানে এই নিবন্ধন সনদের সকল কার্যক্রম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনলাইনের আওতাধীন করা হয়েছে এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। দেশের অথবা বহির্বিশ্বের যে কোন জায়গায় বসে এটি নিবন্ধনের জন্য আবেদন সংশোধন এবং জাচাই করার সকল প্রক্রিয়া এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয়।আপনার সনদটি আসল বা অনলাইন কপি কিনা তা জানার একমাত্র সহজ উপায় হচ্ছে অনলাইনে জাচাই করা। অনেকেই নিবন্ধন প্রক্রিয়াটি অনলাইন হওয়ার পরে সংকোচ বোধ করেন যে কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই করব আসলে এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ শুধুমাত্র আপনার সনদের নাম্বার ও জন্ম তারিখ দিয়েই আপনি এটি জাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করার নিয়ম ধাপ ১ জন্ম নিবন্ধন সনদ জাচাই করা ওয়েবসাইটটিতে ভিজিট করুন bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন ধাপ ২ জন্ম নিবন্ধন নাম্বারটি দিন (Birth registration number) ইংলিশে এরকম একটি লেখা আসবে এবং লেখার নিচে একটি বক্স থাকবে সেখানে আপনার জন্ম নিবন্ধনের একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিন। ধাপ 3 জন্ম তারিখ দিন (Date of birth)ইংলিশে এরকম একটি লেখা আসবে এবং লেখার নিচে একটি বক্স থাকবে সেখানে আপনার জন্মতারিখ দিন। ধাপ ৪ ক্যাপচার পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন এরপরে আপনি একটি ক্যাপচার বক্স দেখতে পাবেন সেই বক্সে একটি অংকের সমাধান চাইবে সমাধানটি করা অতি সহজ সমাধানটি (The answer is )বক্সে লিখে সার্চ করুন। সার্চ দেওয়ার পূর্বে আপনার দেয়া সকল তথ্যগুলো আবারো যাচাই করে নিন। কোন ভুল থাকলে সংশোধন করার সুযোগ পাবেন। ধাপ 5 ফলাফল সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি ফলাফল আসবে। ধাপ 6 Record not found আর যদি (Record not found) লেখাটি আসে তাহলে বুঝবেন আপনার সনদটি নকল বা ডিজিটাল হয়নি। জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 এটি দ্বারা মূলত আপনার জন্ম নিবন্ধন জাচাই করার আইডি নাম্বার বুঝানো হয়। এই নম্বরটির জায়গায় আপনার জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করার আইডি নাম্বারটি দেওয়া থাকবে। আপনার দেওয়া জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিয়ে আপনার এটি জাচাই করে নিতে হবে। যা আপনি আপনার সেই ওয়েবসাইট থেকে সহজেই করে নিতে পারবেন। জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই আপনি চাইলেই শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়েই জন্ম নিবন্ধন জাছাই করতে পারবেন না। তার জন্য আপনাকে আপনার জন্ম নিবন্ধন তারিখের ও প্রয়োজন রয়েছে যদি আপনার জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে আপনি অতি সহজেই অনলাইনে জন্ম সনদ যাচাই করতে পারবেন। কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন তার বিস্তারিত আপনি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই কপি নিবন্ধন সনদ জাচাই করার পরে সেই জন্ম সনদ যাচাই কপিটি বের করা অত্যন্ত সহজ। এর জন্য আপনারা প্রথমেই যা করবেন জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার পরে আপনারা ফলাফলে চলে আসবেন। ফলাফলে অতি দ্রুত চলে আসার পরেই ctrl+p এই দুইটি বাটন একই সাথে ক্লিক করে চেপে ধরুন। চেপে ধরার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পপ-আপ আসবে। এখন আপনি চাইলে যাচাই কপিটি প্রিন্টও করতে পারবেন আবার PDF আকারে সেইভ ও করতে পারবেন। PDF করে সেভ করার জন্য Destination থেকে Save as PDF নির্বাচন করে সেভ করুন। প্রিন্ট করার জন্য Microsoft Print to PDF নির্বাচন করতে হবে তারপরে সেভ করতে পারবেন। জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps ডিভাইসে ইন্সটল করার জন্য প্রথমেই আপনার ব্রাউজারে থ্রি ডটস মেন্যুতে ক্লিক করতে হবে। এরপরে আপনি Install App নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই আপনার ডিভাইসে অ্যাপটি ইন্সটল হয়ে যাবে। কি কারনে নিবন্ধন সনদ যাচাই করা প্রয়োজন? জন্ম নিবন্ধন সনদটি আসল ও ডিজিটাল কিনা তা চেক করার জন্যঃ ভোটার আইডি কার্ড করতে গেলে জন্ম সনদ এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও এটি যাচাই করার প্রয়োজন রয়েছে। সরকারি বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য জন্ম নিবন্ধনের দরকার তাই এটি যাচাই করার দরকার রয়েছে। Post navigation জন্ম নিবন্ধন কি ও এর সম্পর্কিত তথ্য জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ও পদ্ধতি?