জন্ম নিবন্ধনে ভুল রয়েছে সমস্যা নেই ৪/৫ দিনের মধ্যে আপনি তা সংশোধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আজকে আমরা অনলাইনে জন্মসনদ  সংশোধন করার প্রক্রিয়াটি আপনাদের জানাবো। আপনি আপনার জন্মসনদ সংশোধন করার জন্য নিচের লেখাগুলো পড়তে পারেন তাতেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।কিভাবে সনদের তথ্য সংশোধন এবং জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

প্রথমে আপনারা https://bdris.gov.bd/br/correctionএই লিংকটিতে ভিজিট করবেন। এখানে ভিজিট করার পরে আপনার জন্ম সনদ নাম্বারটি ১৭ ডিজিটের একটি নাম্বার সেটা চাইবে সে নাম্বারটি দিয়ে সার্চ করুন।সার্চ করার পরের অপশনটিতে যে সকল তথ্যগুলো আপনার কাছে চাইবে সেগুলোর সঠিকভাবে পূরণ করুন তারপর আবেদনটি সাবমিট করুন আবেদনটি সাবমিট করার পরে অনলাইনে এর জন্য একটি ফি জমা দিতে হবে। তারপর আবেদনের একটি প্রিন্ট কপি নিয়ে ও প্রয়োজনীয় প্রমাণ সহ সংশ্লিষ্ট নিবন্ধন অফিসে জমা দিন। কর্তৃপক্ষ যদি অনুমোদন করে তাহলে নিবন্ধনটির  তথ্য সংশোধন হবে। আপনার নিবন্ধন সনদটি সংশোধনের জন্য অনলাইনে আবেদন করার পূর্বে আপনার অবশ্যই যাচাই করে নিতে হবে আপনার সনদটি অনলাইন করা হয়েছে কিনা।

নিবন্ধন সনদটি সংশোধন করার ধাপগুলো নিচে দেখানো হলো।

ধাপ ১ ওয়েবসাইটে ভিজিট করুন

//bdris.gov.bd/br/correction  প্রথমে এই সাইটটিতে ভিজিট করুন।জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ২ নম্বর ও তারিখ দিয়ে অনুসন্ধান

নিবন্ধন নম্বর বা ১৭ ডিজিটের একটি নাম্বার ও জন্ম তারিখ বসিয়েঅনুসন্ধান বাটনটিতে ক্লিক করে আপনার নিবন্ধনের সকল তথ্য সংগ্রহ করুন বা যাচাই করুন।অনুসন্ধান করার পরে নির্বাচন করুন বাটনটিতে ক্লিক করুন।জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৩ জন্মস্থানের তথ্য।

আপনার নিবন্ধনের কার্যালয় বাছাই কর। এবারের প্রক্রিয়াটিতে আপনার জন্মস্থান ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট এগুলো যাচাই করার জন্য একটি বক্স আসবে উক্ত বক্সে যে সকল তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরেপরবর্তী বাটনে ক্লিক করুন।জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৪ জন্ম নিবন্ধন সংশোধন আবেদন।

সংশোধনের তথ্যগুলো সঠিকভাবে বাছাই করুন। এরপর আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন তার সঠিক তথ্যগুলো ফর্মে যুক্ত করুনজন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৫ সংশোধন করার তথ্য

সংশোধন করার জন্য যে তথ্য ও কারণগুলো রয়েছে তা যুক্ত করুন।

ধাপ ৬ ঠিকানার তথ্য পূরণ

এবারের ধাপে আপনার ঠিকানার জন্য বড় একটি ফর্ম এর মত আসবে সেই ফর্মটি সুন্দরভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

ধাপ ৭ ছবি আপলোড প্রয়োজনীয় তথ্য

এর পরের ধাপে আবেদনকারীর তথ্যগুলোকে মানে যিনি আবেদনটি করবেন তার তথ্যগুলো দিতে হবে। যদি আবেদন নিজেই করেন তাহলে নিজ সিলেক্ট করুন।নিবন্ধনকারীর পিতা-মাতা অভিভাবক ইত্যাদি সিলেক্ট করন। নিজ পিতা-মাতা না হলে তাদের জন্ম নিবন্ধনের নম্বর ও ভোটার আইডি কার্ড দেওয়া বাধ্যতামূলক।এরপরে সবুজ কালারের একটি বাটনে সংযোজন লেখা আছে উক্ত বাটনে ক্লিক করুন এরপরে প্রয়োজনীয় তথ্যের এস্ক্যান  কপিটি আপলোড দিন।আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে তোলা ছবিটি আপলোড করতে পারবেন কিন্তু সেই ছবিটি অবশ্যই স্পষ্ট হতে হবে জানো ছবির লেখাগুলো সঠিকভাবে বোঝা যায়। তারপরে ফি আদায় বাটনটিতে ক্লিক করতে হবে এরপরে সকল তথ্যগুলো আবারো যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনটি জমা দিন।জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৮ কোথায় ফি জমা দিব

আবেদনটি জমা দেওয়ার পরেই একটি এপ্লিকেশন  আইডি ও রেফারেন্স নাম্বার পাবেন।

এইগুলো সংগ্রহ করে রাখতে হবে। তারপর সংশোধন কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে আপনার ইউনিয়ন/পৌরসভা/ সিটি কর্পোরেশন এর অফিসে জমা দিতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন ফি

১। তথ্য সংশোধন করার জন্য দেশে ১০০ টাকা ও বিদেশে ২ ডলার দিতে হবে।

২। জন্ম তারিখ ছাড়া নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এবং অন্যান্য তথ্যগুলো সংশোধন করার জন্য দেশে ৫০ টাকা বিদেশে ১ ডলার দিতে হবে।

৩। বাংলা এবং ইংরেজি ২ ভাষায়ই প্রদান তথ্য অথবা সনদ সংশোধনের পরে এর কপি সরবরাহ করার জন্য কোন ফিস লাগবেনা।

৪। বাংলা এবং ইংরেজি ২ ভাষায়  সনদের নকল সরবরাহ করার জন্য দেশে ৫০ টাকা বিদেশে এক ডলার দিতে হবে।

জন্ম নিবন্ধন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। নাম পিতার নাম মাতার নাম সংশোধন করার জন্য যে কাগজগুলো লাগবে তা হল

টিকা কার্ড অথবা হাসপাতালের সার্টিফিকেট জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতার একটি সনদ পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের একটি কপি

এবং পিতা-মাতার জন্ম সনদ ও আইডি কার্ড লাগবে।

২। স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য

কাউন্সিলর অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের একটি কপিএবং স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের একটি রশিদ লাগবে ।

বিদ্যুৎ অথবা ইউটিলিটি বিলের একটি কপি লাগবে।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

এর মাধ্যমে বয়স সংশোধন করার জন্য আপনি আবেদন করতে পারবেন।

সকল তথ্য সংযুক্ত করে শুধুমাত্র আপনি আপনার সনদে দিন ও মাস সংশোধন করতে পারবেন।

শিক্ষাগত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রের সাথে মিলিয়ে বয়স, বছর ঠিক করা যাবে না।

জন্ম নিবন্ধনে পিতা মাতার নাম ও ইংরেজি তথ্য সংযোজন করতে পারেন।

আপনার আবেদনটির তথ্য জানার জন্য https://bdris.gov.bd/br/application/statusএই সাইটে ভিজিট করবেন।

যতটা সম্ভব আপনাদের প্রয়োজনীয় তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।

Avatar photo

By RAFIT SARIF

আমি একজন ফ্রিল্যান্সার, ব্লগার ও গুগল/ইউটিউব এসইও বিশেষজ্ঞ। এই ওয়েবসাইটে ই-সার্ভিস ও সমাধান করার চেষ্টা করেছি! আমি কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট অপটিমাইজেশানে দক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *