ইউনিয়ন পরিষদ থেকে যখন আপনি আপনার জন্ম নিবন্ধনের আবেদন করার অনুমোদন পাবেন তখন আপনি আপনার ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন সনদ ডাউনলোড  করতে পারবেন। অনলাইন থেকে এটির প্রিন্ট কপি সহজেই সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রের সার্ভার থেকে জন্ম নিবন্ধন এর মূল কমিটি ডাউনলোড করতে পারবেন। তাই আপনাকে অবশ্যই তথ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে অবগত করতে হবে।

এবারে অনলাইনের মাধ্যমে কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইন প্রিন্ট কপি অথবা নিবন্ধন কপিটি ডাউনলোড করব সেটা বিস্তারিত জানার একটু চেষ্টা করি। আপনার হাতের কাছে কম্পিউটার কিংবা মোবাইল থাকলেই আপনি কাজটি করতে পারবেন। এবার  একটি কথা আছে আপনার জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করার পূর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ডিজিটাল করা আছে কিনা তার কারণ হলো আপনার সনদটি যদি ডিজিটাল করা না থাকে তাহলে আপনি অনলাইনের মধ্যে এটি খুঁজে পাবেন না।

একটি শিশু বা একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাধারণত জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করণ ও ফি প্রদানের পরে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে  চলে   যায়। এরপর সেখানে দায়িত্ব রত কর্মকর্তারা সঠিকভাবে যাচাই-বাছাই করেন। এরপর যখন তারা অনুমোদন করবেন তখন জন্ম নিবন্ধনের মূল সার্ভারে যোগ হয়ে যাবে।

এরপরে নিবন্ধনকারী ব্যক্তি কে একটি ভিন্ন রকম নাম্বার দেওয়া হয় যেটি জন্ম নিবন্ধন সনদে উল্লেখ করা থাকে এবং উক্ত নম্বর দিয়েই পরবর্তীতে অনলাইনে জন্ম     নিবন্ধনের তথ্য যাচাই করা হয়।

নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করলে তার প্রক্রিয়াকরণ হতে কিছু সময়ের প্রয়োজন হয়। নানান জায়গায় বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন এর দরকার হয়। তখন আপনি চাইলে অনলাইন থেকে আপনার ইউনিয়ন পরিষদ সনদটি ডাউনলোড করে নিতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনার যা যা প্রয়োজন

  • নির্ভুল জন্ম নিবন্ধন নাম্বার ও
  • জন্ম তারিখ।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করতে হলে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

এরপর আপনার নিবন্ধন সনদের সকল তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে।

জন্ম নিবন্ধন এর তথ্যগুলো পাওয়া গেলে কম্পিউটারের ctrl+p এই কমান্ডটি ক্লিক করলে ডাউনলোড অথবা প্রিন্ট করা যায়।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

ধাপ ১

প্রথমে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে everify.bdris.gov.bd

ধাপ ২

জন্ম নিবন্ধন এর তথ্যগুলো যাচাই বাচাই করতে হবে।

ধাপ ৩

জন্ম নিবন্ধন এর তথ্য যাচাই করবার জন্য 17 ডিজিটের নিবন্ধন নম্বরটি দিতে হবে।

ধাপ ৪

তারপর এই ফরমেটে জন্ম নিবন্ধন এর তারিখ টি উল্লেখ করবেন yy-mm-dd।

ধাপ৫

পরিশেষে হাতের বামে সার্চ লেখা বাটনটিতে ক্লিক করবেন।

ধাপ৬

এরপরে জন্ম নিবন্ধন এর তথ্য পাওয়া গেলে সেটি প্রিন্ট করে নিবেন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোডকম্পিউটার দিয়ে কাজটি করলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কম্পিউটারে যখন আপনি এই কমান্ডটি ctrl+p ক্লিক করবেন তখন দেখবেন আপনার সম্পূর্ণ   পেইজ পিডিএফ আকারে আপনার সামনে শো করবে আপনি চাইলে পিডিএফটি আপনার ডিভাইসে সেভ করে নিতে পারবেন অথবা প্রিন্ট ও করে নিতে পারবেন।

আর মোবাইলে শুধুমাত্র আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন যেটা আপনি চাইলেও পরবর্তীতে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে পারবেন।

আপনার জন্ম নিবন্ধন স্বরটি যদি ডিজিটাল করা না থাকে তাহলে আপনি অনলাইনে সেটাকে খুঁজে পাবেন না তাই চাইলেও আপনি ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন              সনদ ডাউনলোড অথবা প্রিন্ট করতে পারবেন না। আপনার নিবন্ধন সনদ যদি ডিজিটাল করা না থাকে তাহলে আপনাকে আগে থেকেই অবশ্যই নিবন্ধন সনদটি               ডিজিটাল করে নিতে হবে।

এজন্য আপনাকে জন্ম নিবন্ধনের আবেদনটি আপনার ইউনিয়ন পরিষদ বরাবর করতে হবে। আপনি চাইলেই অনলাইন এর মাধ্যমে জন্ম নিবন্ধন আবেদন করতে      পারবেন। জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য জানার জন্য ভিজিট করুন

Avatar photo

By RAFIT SARIF

আমি একজন ফ্রিল্যান্সার, ব্লগার ও গুগল/ইউটিউব এসইও বিশেষজ্ঞ। এই ওয়েবসাইটে ই-সার্ভিস ও সমাধান করার চেষ্টা করেছি! আমি কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট অপটিমাইজেশানে দক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *